কালিগঞ্জ উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।কেন্দ্রগুলো হচ্ছে নলতা,নাজিমগঞ্জ এবং চম্পাফুল।
পরীক্ষা শুরুর ঠিক ১ ঘণ্টা পূর্বে হলগুলো খুলে দেয়া হয়েছে। রাস্তার দুই ধারে শিক্ষার্থীদের সারি বেধে ৯ টার পরে হলে প্রবেশ করতে দেখা গেছে। প্রবেশপথে শিক্ষার্থীদের শারীরিক তল্লাশি করা হয়। কোন শিক্ষার্থী অবৈধ কাগজ পত্র এবং অন্যান্য নীতি বিরোধী জিনিসপত্র বহন করে হলে প্রবেশ না করতে পারে তার জন্য কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উভয় কেন্দ্রে হল সুপার গণেশ সাথে সাক্ষাৎ করে জানা যায় শিক্ষার্থীরা যাতে করে নির্ভুলভাবে খাতার হেড পুরন করতে পারে এবং অবজেক্টিভ পেপার এর প্রয়োজনীয় অংশটুকু পূরণ করতে পারে তার জন্য যথাযথভাবে পক্ষ পরিদর্শকগণকে সাহায্য করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যাতে দুর্ঘটনা না ঘটতে পারে তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সেনাবাহিনীর সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে ।
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভিতরে দোকানপাঠ বন্ধ এবং জনগণের চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।