মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সদরে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজের নেতৃত্বে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি উপজেলা সদরের কপোতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল “ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো”।
এ সময় উপজেলা ছাত্রদল নেতা মামুন হোসেন, তৌহিদুজ্জামান, আম্মার হোসেন রাজু, সুমন, মেহেরাব হোসেন, রাসেল, নাজমুল, রায়হান, জুবায়ের, সুরুজ, রেজা ও শিহাব আদনানসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ বলেন, “আমরা ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। ইসরায়েলের এই বর্বর হামলা মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
কর্মসূচির মাধ্যমে ছাত্রদল ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের প্রতি চলমান সহিংসতার অবসান দাবি করেছে।