মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

মোঃ মাসুম শেখ (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশন কাজ শুরু করেছে।বিশিষ্ট ইসলামি আলোচক “মুফতি কাজী ইব্রাহীম (হাফি:)” এর সহযোগিতায় “মায়া ভরা গ্রাম” প্রকল্পের মাধ্যমে কুরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার লক্ষে ৪০ জন ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম বা মহল্লা ভিত্তিক দ্বিনি প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করবে ফাউন্ডেশন টি যার মাধ্যমে প্রাথমিকভাবে ওই ৪০ জন ব্যক্তির কর্ম সংস্থান তৈরী হবে এবং তরুণ-তরুণী, যুবক-বৃদ্ধ সকল বয়সী মানুষ কুরআন ও ইসলামী শিক্ষায় জীবন গড়ে শান্তিপূর্ণভাবে সবাই মিলে বসবাস করবে।
শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শহীদ পুত্র জনাব গাজী এম এইচ তামিম বর্তমানে ডেপুটি এটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর- প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জীবনের মান উন্নয়নে ফাউন্ডেশনের মাধ্যমে সেবার হাত বাড়িয়েছেন। “মায়া ভরা গ্রাম” প্রকল্পের পর একের পর এক বিভিন্ন কর্ম দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্ম সংস্থান তৈরির লক্ষে কাজ করবে ফাউন্ডেশন টি।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, “মায়া ভরা গ্রাম” প্রকল্পটি রামপাল-মংলা এলাকার যুবক ও নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে আল কোরআনের আলোয় আলোকিত এক একটি গ্রামের ধারণা বাস্তবায়ন করতে তারা কাজ শুরু করেছেন।
শহীদ মাওলানা গাজী আবুবকর সিদ্দিক (রাহি:) ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব গাজী এম এইচ তামিম জানান, এই প্রকল্পের আওতায় রামপাল ও মোংলায় প্রাথমিকভাবে ৪০ জন কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আগ্রহী প্রার্থীদের ফাউন্ডেশনের নম্বরে যোগাযোগ করে 01946-429515 (হটস আপ) বিস্তারিত তথ্য জানতে করতে পারবেন।
“মায়া ভরা গ্রাম” প্রকল্পটি এলাকার যুবকদের মধ্যে নতুন শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
স্থানীয়রা মনে করেন, এই সেবামূলক প্রতিষ্ঠানটির কারনে রামপাল ও মংলা অঞ্চলের বেকার যুবক ও নারীদের জন্য দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে, যা এই গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে সাহায্য করবে। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে তারা ঘরের কাছেই কাজের সুযোগ পাবে যাতে স্থানীয় অর্থনীতির চাকা ঘুরতে পারে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102