শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরের উত্তরে বেশ কয়েকটি আমেরিকান যুদ্ধজাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এসব যুদ্ধজাহাজের মধ্যে ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানও রয়েছে।

রোববার (৬ এপ্রিল) ইয়েমেনি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে তারা মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংঘর্ষটি ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে। এর ফলে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালাতে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কয়েক ঘন্টা ধরে চলা এই অভিযান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের উপর আরও আক্রমণাত্মক আক্রমণ শুরু করতে বাধা দিয়েছে।

বিবৃতিতে অনুযায়ী, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেন সরকার ও জাতির অবিচল সমর্থন অব্যাহত থাকবে। যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ ইয়েমেনি বাহিনী প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রাখবে’।

এদিকে,ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি একটি অজ্ঞাত সূত্রে জানিয়েছে, রোববার ভোরে হুদায়দা প্রদেশের কামারান দ্বীপে মার্কিন বাহিনী পাঁচটি বিমান হামলা চালিয়েছে।

ঈদুল ফিতরের সমাবেশে হামলার অভিযোগ

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, একটি গোপন নৌ-অভিযানের পরিকল্পনার জন্য ইয়েমেনি কমান্ডারদের বৈঠক লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে।

তবে একটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, ট্রাম্প যে ভিডিওটি পোস্ট করেছেন, সেটি ছিল ঈদুল ফিতরের এক সাধারণ জনসমাবেশ। যেটি হুদায়দা প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। এতে কোনো সামরিক বাহিনীর সংযোগ ছিল না।

সূত্রটি আরও বলেছে, ‘এটি একটি মার্কিন অপরাধ। এই হামলায় ডজনখানেক মানুষ হতাহত হয়েছে। এটি প্রমাণ করে যে, ইয়েমেনে আমেরিকার আগ্রাসন ব্যর্থ ও পরাজয়ের মুখে পড়েছে। তবে গাজায় আমেরিকা-ইসরাইল গণহত্যা ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102