ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে গতকাল রবিবার(৬ এপ্রিল) সকাল ১০ টায় কয়রায় বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম মাওলা বকস, সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, ডিএম নুরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, নাজমুল হুদা, জাফরিন, বিল্যাল হোসেন, এ করিম, কামরুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন,জাহিদুল ইনলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, কামরুজ্জোহার টুটুল, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মুন্না, মৎস্যজীবি দলের আছের উদ্দিন, তাতি দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আম্মার হোসেন রাজু, তৌহিদুর রহমান, মামুন, মেহেদী প্রমুখ।