শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে ভারতীয় মুসলিমরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ভারতের বিতর্কিত (সংশোধিত) ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে যাচ্ছে অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। সংগঠনটি জানিয়েছে, যতদিন পর্যন্ত এই বিল বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে। তারা এই আন্দোলনে সব ধর্ম, কমিউনিটিভিত্তিক এবং সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করার পরিকল্পনা করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের সমালোচনা করে এআইএমপিএলবি বলেছে, জেডি (ইউ), টিডিপি এবং এলজেপি (রামবিলাশ) পার্লামেন্টে ওয়াকফ বিলে সমর্থন দিয়ে তাদের কথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ খুলে দিয়েছে।

এআইএমপিএলবি তাদের বক্তব্যে বলেছে, ‘নিপীড়নমূলক এ সংশোধনী’টির বিরুদ্ধে তারা সংবিধান অনুযায়ী সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে। সংগঠনটি মুসলিমদের হতাশাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা আন্দোলনের দ্বিতীয় ধাপ ঘোষণা করবে পবিত্র ঈদুল আজহার পর।

ভারতে ২৫টির বেশি ওয়াকফ বোর্ড রয়েছে, যার অধীনে প্রায় ৮৫ হাজার সম্পত্তি ও ৯ লাখ একর জমি রয়েছে। মুসলিমরা ধর্মীয় এবং অন্যান্য উদ্দেশ্যে যেসব জমি বা সম্পদ দান করেন, সেগুলো ওয়াকফ হিসেবে পরিচিত। ওয়াকফ জমি বেচা বা কেনা যায় না এবং এর তদারকি সাধারণত মুসলিমরাই করে থাকেন। তবে, বিতর্কিত এই ওয়াকফ বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। মুসলিমদের আশঙ্কা, এর মাধ্যমে তাদের সম্পদ কুক্ষিগত করার পরিকল্পনা করছে বিজেপি সরকার।

সংশোধিত ওয়াকফ বিলটি ভারতের রাজ্যসভার ১২৮ সদস্যের সমর্থনে পাস হয়, বিপক্ষে ভোট দেন ৯৫ জন। এরপর এটি লোকসভায় ২৮৮/২৩২ ভোটে পাস হয়ে রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মু দ্বারা অনুমোদিত হয়, এবং এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102