রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ রেলওয়ে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (৩ এপ্রিলদুপুরে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মারাত্মক দুর্ঘটনা এমনকি প্রাণহানি ঘটতে পারে। যাত্রী সাধারণকে ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে বুধবার (২ এপ্রিলবেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হন। উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া ডিস এন্টেনার তারে জড়িয়ে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে যান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102