সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে জিএমপি কমিশনার

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
ঢাকা – গাজীপুর মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান।
বৃহস্পতিবার (২৭ শে মার্চ ২০২৫ ইং) জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান গাজীপুর চৌরাস্তা এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে গৃহীত ব্যবস্থাগুলো পর্যালোচনা করেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গণপরিবহনে যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন এবং ঈদযাত্রা নিরাপদ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কমিশনার আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে।পাশাপাশি তিনি যাত্রীদের সতর্ক করে বলেন, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, যাতে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়ার আশঙ্কা না থাকে।
এছাড়া, মহাসড়কে যানজট রোধ ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার এবং নিরাপদ গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানান। এছাড়া, মহাসড়কে অটোরিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস)  জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান , উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102