সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

রামপাল- মোংলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
বাগেরহাট ৩ তথা (রামপাল-মোংলা) সংসদীয় আসনের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম।
গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত।
ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক।
কৃষিবিদ শামীম আরো বলেন, ছাত্র জনতার রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি , দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে।
নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় সকল রামপাল – মোংলা বাসি কে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102