রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

তারাকান্দায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয়  দিবস পালিত 

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্বাধীনতা দিবস ও জাতীয়  দিবস গিরে তারাকান্দা থানা চত্বরে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার  তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয়  বিজয় দিবসের শুভ সূচনা হয়।
দিবসটি’কে কেন্দ্র করে তারাকান্দায় সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনে স্ব-স্ব-উদ্যোগে, সংশ্লিষ্ট সকল কতৃপক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা বাস্তবায়নে উপজেলায় সর্বস্তরের মানুষের ভূমিকা ছিলো অসাধারণ।
মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা কতৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার পর বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তারাকান্দা উপজেলা প্রশাসকের সংশ্লিষ্ট উপকমিটি তালদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন থানা এরিয়ায় পুলিশ, আনসার ও ভিডিপি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ অন্যান্য পর্যায়ের লোকজন।
বেলা ১১টায় শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযুদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং ইফতার মাফিলের আয়োজন করেন উপজেলা পরিষদ হল রুমে তারাকান্দা উপজেলা প্রশাসন।
বাদ জোহর শহীদ মুক্তিযুদ্ধাগণের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।
গুরুত্বপূর্ণ সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে বা স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ এবং পতাকা দ্বারা সুসজ্জিত করতে দেখা যায়।
তারাকান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নানান
শ্রেনী-পেশার মানুষদের তারাকান্দার ঐতিহাসিক কড়ুইতলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102