২৬ মার্চ ( বুধবার ) বাদ আসর হতে ৪নং গালাগাঁও ইউনিয়নের কানুহারী গ্রামের দক্ষিণপাড়া বায়তুল আজদ জামে মসজিদের মাঠে এ আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং গালাগাঁও ইউনিয়ন শাখা ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
৪নং গালাগাঁও ইউনিয়ন শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশে সংগঠনের পক্ষে চেয়ারম্যানী নমিনেশন প্রত্যাশী মুহাম্মদ চাঁন মিয়া সাহেবের সভাপতিত্বে ও সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা সংগ্রামী তরুণ নেতা শেখ রওনক আহমেদের সঞ্চালনায় এসময় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানেন সূচনা হয়।
এ-সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,শায়খুল হাদীস হযরত মাওলানা মতিউর রহমান সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা।
বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, বিএনপি তারাকান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মালেক আর্মি,
মাওলানা আজিজুল হক আজাদী, সিনিয়র সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা, মোহাম্মদ সোহেল রানা সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা।
আগামীর বাংলাদেশ বিনির্মানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশের ক্রান্তিলগ্নে দেশের জনগন ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন শায়খুল হাদীস হযরত মাওলানা মতিউর রহমান সাহেব।