রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

ঢাকা-ভৈরব রুটে নতুন ট্রেন উদ্বোধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মহান স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।

নতুন ট্রেনের যাত্রা উপলক্ষে ভৈরব বাজার জংশনে ছিল সাজসাজ রব। ট্রেন পেয়ে উচ্ছ্বসিত বন্দরনগর ভৈরবের মানুষ। অল্প সময়ে ঢাকা যেতে পারার সুযোগ পেয়ে খুশি তারা। বুধবার ভোর হওয়ার পর থেকে ভৈরব স্টেশনে ভিড় করেন যাত্রী ও স্থানীয়রা। উদ্বোধনী ট্রেনকেও সাজানো হয় নান্দনিক রূপে।

স্থানীয়রা জানান, এই ট্রেনের মাধ্যমে ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের ভেতরে যার যার কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও কৃষিতেও ভূমিকা রাখবে এই রেল যোগাযোগ।

স্টেশনে সকাল হওয়ার পর মাইকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় যেতে কাউন্টার থেকে টিকিট নেন স্থানীয় বাসিন্দা সাইফুল মিয়া। তিনি বলেন, নরসিংদী থেকে এসেছি যাতে সবার আগে ট্রেনের টিকিট কেটে ঢাকায় যেতে পারি। সর্বপ্রথম আমি নতুন ট্রেনের যাত্রী হিসেবে টিকেট ক্রয় করেছি।

আরেক যাত্রী দেলোয়ার হোসেন বলেন, অন্যান্য ট্রেনের মতো যদি প্রতিটি স্টেশনের জন্য টিকেট বরাদ্দ দেওয়া হয় তাহলে বয়স্ক, রোগীদের জন্য খুব সুবিধা হবে।

নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে করবেন।

কর্তৃপক্ষ জানায়, এই ট্রেনের আসন বিন্যাস অন্যান্য কমিউটার ট্রেনের মতো নয়। ‘নরসিংদী কমিউটার’ নামে এই নতুন ট্রেনটির আসন বিন্যাস মেট্রোরেলের মতো। দুই পাশে বেঞ্চের মতো আসন; মাঝে দাঁড়ানোর পরিসর বাড়ানো হয়েছে। ট্রেনে ১১টি বগি রয়েছে। তবে মহিলাদের জন্য একটি বগি সংরক্ষিত রয়েছে। ট্রেনটিতে ৬৫২ জন যাত্রীর জন্য নির্ধারিত বসার জন্য সিট রয়েছে। এছাড়াও দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাজের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।

রেলওয়ে ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের নায্য সেবা দেওয়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা- ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়েছে। সকাল ৯টায় মাননীয় উপদেষ্টা মহোদয় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে ট্রেন উদ্বোধন করবেন।

নরসিংদী কমিউটার ট্রেন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ট্রেন পরিচালনায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্টেশনে এসে যার যার গন্তব্যে যেতে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত সময়ে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102