রাজধানীর পল্লবীর এক বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি জানান, পল্লবীর ১২ তলা এক ভবনের ৮ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।