ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারাকান্দা উপজেলা ইসলাম পন্থীদল গুলি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ইসলাম পন্থীদল গুলি ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
শুক্রবার (২১ মার্চ) বড় মসজিদ হতে জুমার নামাজ শেষে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় প্রতিবাদ মুখি নানা স্লোগান দিতে থাকেন তারা।
বাংলাদেশ তরীকত ফেডারেশন , ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন, ইসলামিক ফ্রন্ট, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি, জামায়াতে ইসলামীর মত দল গুলির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ
এ মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।
ইসলামি দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে তারাকান্দা উপজেলা কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বড় মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মুসল্লিদের সঙ্গে পেয়ে ইসলাম পন্থী গর্জনশীল ভূমিকায় রাজপথ কাপিয়ে তুলেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদী বক্তব্য রাখেন উপস্থিত সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইসরায়েলি পূণ্য বয়কট করার তিব্র নিন্দা ও ক্ষুব্ধ ক্ষুব প্রকাশ করেন বক্তব্য শেষে মোনাজাত করেন উপস্থিত নেতৃবৃন্দসহ মুসল্লিরা।