রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ বিএনপি নেতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপি নেতা নাছির ও তার সগযোগী আব্দুল কাদেরের বিরুদ্ধে সরকারি চাকুরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয়রা তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে গোপালপুর বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে প্রতারক নাছির ও আব্দুল কাদরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী ও স্থানীয়রা।

অভিযুক্ত বিএনপি নেতা নাছির সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত আরেকজনের নাম আব্দুল কাদের। তিনি একই উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী গ্রামের মৃত মজিবর কারীর ছেলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী রাহাদুল ইসলাম হৃদয়, হাবিবুর, জিয়াউর, ইমরান ও বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় ভুক্তভোগীরা বলেন, প্রতারক নাছির ও কাদের বাংলাদেশ রেলওয়েতে চাকরি দেওয়ার কথা বলে ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। প্রতারণা করে জাল নিয়োগপত্র প্রদান করেছিল তারা। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে মামলার ভয় দেখায়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত বিএনপি নেতা নাছির বলেন, যারা মানববন্ধন করেছে ওরা বাটপার। আমি ওদের চাকরি দিয়েছিলাম, তিন দিন ডিউটি করে ওরা পালিয়েছে। সেই দোষ কি আমার?

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন টাকা নেইনি। শুধুমাত্র দেড় লাখ টাকা নিয়ে আরেকজনের একাউন্টে পাঠিয়ে দিয়েছি। যাকে পাঠিয়েছি তার নাম বলতে পারি না, তবে স্লিপ আছে। আর বাকি টাকা নিয়েছে আব্দুল কাদের।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102