মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

গণমিছিল স্থগিত করেছে বামপন্থি দলগুলো, উপস্থিত ছিলো না লাকী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ধর্ষণ, নিপীড়নের বিচার,হত্যা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ সাত দাবিতে বামপন্থি ৮টি ছাত্র সংগঠন গণমিছিল স্থগিত করেছে।

শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে দাবিগুলো নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে।

তবে ইনকিলাব মঞ্চসহ কয়েকটি সংগঠনের প্রতিবাদী কর্মসূচি ঘিরে ‘উত্তেজনা’ তৈরি হলে তারা গণমিছিল স্থগিত করেন। সমাবেশে গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে দেখা যায়নি।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির সাথে যুক্ত হবার আহ্বান জানান লাকী আক্তার। এতে বিভিন্ন মহলকে প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। গণমিছিলটি শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত হওয়ার কথা ছিল।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে। আমাদেরকে গতকাল থেকে গোয়েন্দা সংস্থা থেকে বারবার করে ফোন দিয়ে বলা হয়েছে, আমরা যেন এ কর্মসূচি পালন সংক্ষেপ করি বা পালন না করি। আমরা বলতে চাই, হামলা-মামলার ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102