আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। মনিরুল হাসানের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানে গান, আবৃত্তি ও আলোচনা রয়েছে। এতে গান গাইবেন সুজিত মোস্তফা, ইয়াসমিন মুশতারী ও ফাতেমা তুজ জোহরা। আলোচনায় থাকবেন কবি হাবিবুল্লাহ সিরাজী। আবৃত্তি করবেন অভিনেতা জয়ন্ত চট্টপাধ্যায়। পুরো অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ড. নাশিদ কামাল।
দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার হবে চ্যানেল আইতে। সকাল ৭টা ৩০ মিনিটে নিয়মিত আয়োজনের বিশেষ পর্ব ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রচার শুরু হবে। এরপর বেলা ১১টা ৫ মিনিটে টেলিফোনে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’ প্রচার হবে। এ অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম। বিকাল ৩টা ৫ মিনিটে রয়েছে বাংলা ছবি ‘রাক্ষুসী’। ছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান।
এতে অভিনয় করেছেন ফেরদৌস, পূর্ণিমা, রোজিনা প্রমুখ। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘জোনাকি জ্বলে’। গীতালি হাসানের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। রাত ৮টা ২৫ মিনিটে দেখানো হবে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ‘সোনার হিন্দোলে’। ফেরদৌস আরার পরিবেশনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন।
মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পুবের জানালা রুদ্ধ’। প্রশান্ত অধিকারির পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবন্য লিজা প্রমুখ। আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মিম প্রমুখ। এনটিভিতে সকাল ৬টা ১৫ মিনিটে রয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছ চিরদিন’।
এতে গাইবেন খায়রুল আনাম শাকিল, লীনা তাপসী, ইয়াসমিন মুশতারী, এমএ মান্নান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রয়েছে নৃত্যাল্লেখ্য ‘একি অপরূপ রূপে মা তোমার’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এতে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী, নিসা, হেল ও শাওন। রাত ১১টা ৩০ মিনিটে ‘মিউজিক অ্যান্ড রিদম’ অনুষ্ঠানে পিন্টু ঘোষ গাইবেন নজরুলের গান। সুত্র : যুগান্তর।
এএসবিডি/আরএইচএস