বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন নগরবাউল জেমস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

দুষ্টু ছেলেদের ‘গুরু’ নগরবাউল জেমস। তবে আসল নাম ফারুক মাহফুজ আনাম। তার নাম শুনলেই ভক্তের উন্মাদনা বেড়ে যায়। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস।

আর তিনি যখন কনসার্টে গিটার হাতে গাইতে শুরু করেন, তখন সামনে থাকা হাজারও ভক্তের হৃদয়ে ঝড় ওঠে। প্রিয় গায়কের সঙ্গে কণ্ঠ মেলান সবাই। যেন এক অন্য ভুবনে চলে যেতে চায় সবাই।বাংলা গানের পাশাপাশি ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন হিন্দি সিনেমার গানেও।

সাধারণত খুব কম কথা বলতে দেখা যায় জেমসকে। গান নিয়েই যেনো তার দুনিয়া। তবে সম্প্রতি এই রক স্টার দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন রাজনীতি নিয়ে তার নিজের ভাবনার কথাও।

স্বাক্ষাৎকারে জেমসকে প্রশ্ন করা হয় কখনও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন? সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে।

এরপরেই প্রশ্ন করা হয় রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী? এমন প্রশ্নের জবাবে স্বল্পভাষী জেমসের কথায়, আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত।

অসংখ্যা দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই নতুন গানের দেখা পাচ্ছে না দর্শকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবে যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।

সবশেষ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে তিনি জানান, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102