মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন বিভাজন সৃষ্টি করেনি : শামীম কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ হয়ে হাসপাতালে একজন গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু মশকনিধন কার্যক্রম মনিটরিংয়ে সেনাবাহিনী ১০ বছেরও নির্মিত হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স সেবা বঞ্চিত গুইমারা’র ৮০ হাজার মানুষ শেখ হাসিনার ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়? হাবিবুর নাহার সহ ১৬৯ জন আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি আজকের তরুণদের পেছনে ফেলে আসা উচিত নয় : প্রধান উপদেষ্টা

এবার বোমা মেরে সালমানের গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গত কয়েকমাস ধরেই একের পর এক হুমকি দেওয়া হচ্ছে সালমান খানকে। এবার সপরিবারে তাকে হত্যার হুমকি দেওয়া হলো। শুধু তাই নয় তার বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। সালমানের হত্যার হুমকিবার্তার খবর ছড়াতেই নতুন করে শঙ্কিত বলিউড।

২০২৪ এরপর ২০২৫। বছর খানেক পরেও ঘটনাচক্রে সেই ১৪ এপ্রিল। সালমানের জীবনে যে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কী ঘটেছিল ২০২৪-এর ১৪ এপ্রিল?

২০২৪ সালের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার পর দায় স্বীকার করেছিলেন লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। যে ঘটনায় সালমানকে ওয়াই+ ক্যাটিগরির নিরাপত্তা প্রদান করা হয়। এই ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এবার সেই ১৪ এপ্রিলেই মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে এমন হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

হুমকির বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তার বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সোমবার (১৪ এপ্রিল) অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়ে সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সেই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওরলি থানায় মামলা দায়ের হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকী গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল। সলমন

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতা নতুন নয়। ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল অভিনেতার বিরুদ্ধে। তারপর থেকেই বিভিন্ন সময়ে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়। গত বছর সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি খুন হওয়ার পর অভিনেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়।

তবে তার আগেই সালমানের বাড়ির সামনে গুলি চলার ঘটনায় আলোড়ন পড়ে যায়। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল বিষ্ণোই গ্যাংয়েরই সদস্যরা। মাঝে আবার সালমানকে শর্তও দেওয়া হয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে। বলা হয়েছিল, তার কাছে দুটি রাস্তা রয়েছে। একটি হলো কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া, অথবা বেঁচে থাকার জন্য ৫ কোটি টাকা দেওয়া। এই সময়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের ভাইজান।

‘সিকান্দার’- সিনেমার প্রচারের সময় প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খোলেন সালমান। বলেন, ‘ঈশ্বর, আল্লাহ সব উপরে। যতদিন লেখা আছে, ততদিনই আছ। শুধু এটুকুই। কখনও কখনও এত মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, শুধু তাই সমস্যা হয়ে যায়।’

লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি বর্তমানে অভিনেতা ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।

এরই মধ্যে গতকাল রোববার সালমান খানকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই ছাড়তে দেখা গেছে। তার নিরাপত্তারক্ষী শেরাকে রীতিমতো উদ্বিগ্ন দেখা গেছে। আলোকচিত্রীরা কিছুতেই এদিন ভাইজানের আশপাশে ঘেঁষতে পারেননি। আর আজ সোমবার এলো গাড়ি-বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102