ময়মনসিংহের ফুলপুরে ৩০ নভেম্বার (শনিবার) সকাল ১২:৫০ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, ৬নং পয়ারী ইউনিয়নের ইমাদপুর মোড়ল বাড়ীর পশ্চিম পাশে নাহিদ ব্রিকস্ ফিল্ডের ৩০০ মিটার পশ্চিমে জনৈক মোশারফ হোসেন(৪৭) পিতা-মৃত শরাফ উদ্দিন মেম্বার, সাং-পয়ারী ২য় খন্ড এর ধানক্ষেতে একজন অজ্ঞাতনামা প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত দেহের কঙ্কাল পাওয়ার সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মোঃ আব্দুল হাদি ও অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত ব্যক্তির লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত সংবাদ প্রাপ্তির পর পরই সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।
উক্ত বিষয়ে সিআইডি এবং পিবিআই ময়মনসিংহকে সংবাদ দিলে, সিআইডি এবং পিবিআই এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।