যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর, গোদাগাড়ী পৌর শাখার আয়োজনে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়
শুক্রবার সন্ধ্যা ৬ টায় সরমংলা ইকো পার্কে পৌর শাখা যুব বিভাগের সভাপতি মোঃ ইকরামুল হক এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহ, যুব ও শিক্ষা সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা, মো: আনারুল ইসলাম, আমীর, গোদাগাড়ী পৌরশাখা, মো: আশরাফুল আলম ইমন, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি বলেন, দেশের যেকোনো পরিবর্তনে যুবকেরা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের সৈরাচারী সরকারকে উৎখাত করে দেশকে জুলুমের হাত থেকে রক্ষা করতে ৫ আগষ্ট যুবকরা যে অগ্রণী ভূমিকা পালন করেছে তা আবারো প্রমাণ করে। দেশকে দূর্নিতি মুক্ত করে সোনার বাংলা গড়তে যুবকদের মাদক জুয়া নারী, সুদ, ঘুষ,সন্ত্রাস,জঙ্গিবাদ এসব বিষয় থেকে বেঁচে থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।ছোটদের স্নেহ বড়দের সম্মান করতে হবে।সমাজসেবামূলক কাজে অংশ গ্রহণ করতে হবে।মোঃ নাজিমুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোঃ আনারুল ইসলাম,আমীর, গোদগাড়ী পৌর শাখা,মোঃ আশরাফুল আলম ইমন,সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়,