সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

তারাকান্দা নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে  মতবিনিময় সভা।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে  মতবিনিময় সভা।
ময়মনসিংহের তারাকান্দায় তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন  করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং প্রধান বক্ততা ছিলেন ময়মনসিংহ (উঃজেলা) বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
গত শনিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার মধুমন কমিউনিটি সেন্টারে তারাকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
ময়মনসিংহ (উঃ জেলা) বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে ও (উঃ জেলা) সদস্য এবং তারাকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক  আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে  মতবিনিময় সভায় স্বাগত  বক্তব্য রাখেন ময়মনসিংহ  (উঃজেলা) বিএনপির সদস্য মো: রুহুল আমিন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,
১৪৭ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নমিনেশন প্রত্যাশী ময়মনসিংহ উঃ জেলা বিএনপির একমাত্র  যুগ্ম আহ্বায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ সৃজনশীল, ক্ষুব্ধ ও আবেগ দিয়ে বিএনপির  অতীত ও বর্তমানের দৃশ্যপঠ তুলে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় এসময় আরও বক্তব্য রাখেন,
অবঃ সেনা কর্মকর্তা ও সাবেক তারাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (আর্মি),  বিএনপির সদস্য মাসুদ রানা খাঁন, ৪নং গালাগাঁও ইউনিয়ন বিএনপির বারবার কারা নির্যাতিত সংগ্রামী  সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী মেম্বার, সাবেক গালাগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকিরসহ অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদ মন্ডল,ব্যবসায়িক নেতা  বাদশা মিয়া, বিএনপি নেতা রাসেল মড়ল, রাকিব তালুকদার ,সাবেক ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, ইবনে কাশেম মাষ্টার,রফিকুল ইসলাম মাষ্টার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রনেতা পিয়াস তালুকদার,  নিহাত, শ্রমীক নেতা মুহাম্মদ রাজন, গণ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি  আনার মন্ডল, শান্তিনগর মন্দিরে  কোষাধ্যক্ষ ও ছাত্রনেতা রনজিত শর্মা (কাঞ্চন) সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভাশেষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপি নেতা অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার মওদূদ আহমেদ ও মোতাহের হোসেন তালুকদারসহ বিএনপির একঝাক প্রাণবন্ত পরিক্ষিত  কারা নির্যাতিত নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102