সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রামপাল উপজেলার কালেখারবেড় দীঘির পাড় শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পাহারায় থাকবেন। আশা করছি রামপাল ও মোংলায় দুর্গাপূজা এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও আনন্দময় হবে।
তিনি আরো বলেন, কারও ওপর অন্যায় আচরণ করা যাবে না। নৈরাজ্য, হামলা, চাঁদাবাজি এসব বিএনপি সমর্থন করে না। যারা এসবের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সে যদি আমার ঘরের লোকও হয় তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সাথে রামপাল ও মোংলা উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি মোংলা উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।