বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও কলেজ পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি টিম এএমইউ ও ইমার্জেন্সি, শিশু এএমইউ ও ইমার্জেন্সি, ক্যাথল্যাব, সিসিইউ, আইসিইউ ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।
চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন ডাক্তারি পেশা একটি মহত্ত্ব ও মহান পেশা, এই পেশার মাধ্যমে সমাজের অসহায় দূঃস্থ মানবতার সেবা করা যায়, মানুষের সেবা করা একটি ইবাদত, এই সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি জীবনের লক্ষ্য হওয়া উচিত।
পরিদর্শন পরবর্তী হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অধ্যক্ষ ডাঃ মুহাম্মদ সানা উল্লাহ, ডাঃ এ কে এম ফজলুল হক, মা ও শিশু হাসপাতাল ডিপার্টমেন্ট কমিউনিটি মেডিসিন প্রফেসর ডাঃ মুহাম্মদ জালাল উদ্দীন, ডাঃ এটিএম রেজাউল করিম, ডাঃ ইউসুফ, ডাঃ ইরফান চৌধুরী প্রমুখ।