বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

সরকার আদালতের রায় অনুযায়ী ফিরিয়ে আনবে তারেককেঃ প্রধানমন্ত্রী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

সরকার আদালতের রায় অনুযায়ী ফিরিয়ে আনবে তারেককেঃ প্রধানমন্ত্রী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন একটাই কাজ, ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক যেখানেই থাক, আমরা ফিরিয়ে আনব।

রোববার গণভবনে গোপালগঞ্জের কোটালীপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

 

তিনি বলেন, এ দেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। তারেকের সাজা কার্যকর করতে পারলে মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করেছে, তা থেকে মানুষ মুক্তি পাবে।

শেখ হাসিনা বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক, তাদেরও ফিরিয়ে এনে সাজা কার্যকর করব। তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং অগ্রগতি অব্যাহত রাখাই আমার লক্ষ্য। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102