বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

মাত্র ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড করে আত্রাইয়ে শতাধিক ঘরবাড়ি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

মোঃএবাদুল ইসলাম আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় দেওয়াল চাপা পরে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জগদাশ গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রায় ৫০টি পরিবারের শতাধিক কাঁচাপাক ঘর বিধ্বস্ত ও বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জগদাশ গ্রামের বাসিন্দা প্রভাষক জাহাঙ্গীর আলম জানান, ১০ মিনিটের এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় অর্ধশত বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। গাছপালা ভেঙে আত্রাই টু সিংড়া যোগাযোগ বিচ্ছিন্ন।

এ ছাড়াও বিদ্যুতের বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ওপড়ে গেছে। এ ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার ও সড়কে পরে থাকা গাছপালা অপসারণের চেষ্টা চলছে বলে ফায়ার সার্ভিসের একটি সূত্রে হতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102