কালীগঞ্জ প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে ভোটমারি ইউনিয়ন পরিষদের সদস্য গোলজার হোসেন বসুনিয়ার বিরুদ্ধে শ্রীলতাহানি এর অভিযোগ করেছেন তারই আপন চাচাতো বোন মোসাম্মৎ লাভলী বেগম (৩৮)!.
২০ সেপ্টেম্বর রবিবার লাভলী বেগম এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেন।
এ বিষয়ে লাভলী বেগম জানান, ইউপি সদস্য গোলজার হোসেন বিভিন্ন সময় আমাকে কু-প্রস্তাব উপস্থাপন প্রদান করে। তার কু-প্রস্তাবে রাজি না হলে সে আমার ক্ষতি করবে বলে হুমকি দেয়। আর অবশেষে সে আমার ছেলেকে একটি শিশু ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেয়। এ বিষয়ে আমি জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগও জানিয়েছি।
ইউপি সদস্য গোলজার হোসেনের সহিত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে এ অভিযোগ সত্য নয়।