বানিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম প্রাণ কেন্দ্রে বহদ্দারহাট অবস্থিত ইলিজি স্কাই পার্ক মার্কেট (আধুনিক শপিং সেন্টার)। মার্কেটের প্রচার-প্রসার এবং ব্যবসার উন্নয়নের লক্ষ্যে মার্কেট পরিচালনার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য ৪ জন যোগ্য নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। যথাক্রমে জনাব আলাউদ্দিন আলম, সিরাজুল ইসলাম, এ এম রিয়াজ কামাল হিরণ, এ কে এম মহি উদ্দিন।
নির্বাচনে সভাপতি ১ জন, সহ সভাপতি ১ জন, সাধারণ সম্পাদক ১ জন, সহ সাধারণ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, অর্থ সম্পাদক ১ জন, প্রচার ও দপ্তর সম্পাদক ১ জন, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক ১ জন, সদস্য ৬ জন সহ মোট ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে।
নির্বাচন কমিশনারগন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছেন।