জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি।
২৭ ডিসেম্বর ২০২৪ ঢাকায় বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনের যোগ্য করে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির ও গ্লোবালএড একটি একটি বিশেষ কোর্স চালু করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় ব্রিটিশ কাউন্সিল এক্সাম সেন্টার গ্লোবালএডের মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটি পক্ষ থেকে উপাচার্য প্রফেসর শামিমা আর হাসান এবং গ্লোবালএডের পক্ষ থেকে পরিচালক লায়ন মীর আব্দুল আলীম চুক্তি তে স্বাক্ষর করেন।
গ্লোবালএডের উদ্যোগে ক্রিকেটারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে তারা ভাষাগত দুর্বলতা কাটিয়ে আরো ও আত্মবিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থাপন করতে পারবে। কোর্সটিতে খেলোয়াড়দের যোগাযোগ দক্ষতা উন্নয়ন কোর্সের কম্পিটিশন সার্টিফিকেট প্রদান এবং জাতীয় ক্রিকেটারদের সঙ্গে একই ক্লাস করার সুযোগ নিশ্চিত করবে। এছাড়া খেলোয়াড়রা IELTS সম্পূর্ণ করে বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের সুযোগ পাবে। কোর্সটিতে সোনারগাঁও ইউনিভার্সিটি অধ্যায়নরত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া পর্যায়ের খেলোয়াড়দের জন্য ১০০% স্কলারশিপ উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটি স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জোসি। তার নেতৃত্বেই এই উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে।
উদ্বোধনী বক্তব্য রাখেন ক্রিকেটার বিশ্লেষক ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার সৈয়দ আবিদ হোসেন সামি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোঃ আল-আমিন হোসেন, রনি তালুকদার, মাহিদুল ইসলাম অংকন, আলিস আল ইসলাম, মারুফ মৃধা, মাহফুজুর রহমান রাব্বি, এবং রবিউল হক সহ ঘরোয়া পর্যায়ের মোট ৬০ থেকে ৭০ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ, মাহমুদুল হাসান প্রধান সহ কোর্সের শিক্ষক গণ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই চুক্তি এবং কোর্সটি ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আরও দক্ষ এবং আত্মবিশ্বাস করে তুলবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রত্যয়ন করেছেন মেহরাব হোসেন জোসি।