আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে নৌকার প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪ টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থীরা বুধবার (২৯শে নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার বিকেলে বাগেরহাটের ৪ টি আসনে নৌকা মনোনীত প্রার্থী, সমার্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশাসহ জেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাগেরহাটে-১ আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ তন্ময়, বাগেরহাট-৩ হাবিবুন নাহার ও বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ব-স্ব আসনে লড়বেন।