আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন টানা চারবারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। ২৬ নভেম্বর রবিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকাস্থ দলীয় কার্যালয় হতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাউজান আসনে এবিএম ফজলে করিম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করেন। এবিএম ফজলে করিম চৌধুরী দলের মনোনয়ন পাওয়ায় উল্লাস ও আনন্দ মিছিল করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। চুড়ান্ত তালিকায় চট্টগ্রাম ৬ রাউজান আসনে নৌকার মাঝি হিসাবে এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ঘোষনা করার পর এই আসন জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে উল্লাস ও আনন্দের বন্যা বইতে শুরু করে। রাউজান পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন । এসময় দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানান শ্লোগানে শ্লোগানে। সরজমিনে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত কাপ্তাই সড়কে আনন্দ মিছিলে নোয়াপাড়ায় হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে, এ বি এম ফজলে করিম চৌধুরী রাউজানকে পিংক, গ্রিন, ক্লিন উপজেলায় রুপান্তর, এক ঘণ্টায় সাড়ে চার লাখ গাছের চারা রোপণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় দলীয় নিজস্ব কার্যালয় নির্মাণের মতো ব্যতিক্রমী কর্মসূচি পালন করে সবার নজর কেড়েছেন।