ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক মাদক ব্যাবসায়ীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। গত কাল ২৫ শে নভেম্বর রাত্রী আনুমানিক ০৯ টার সময় পুলিশ গোপন সুত্রের ভিত্বিতে পাহাড়গাঁও (বালিয়া পুকুর) গ্রামের মোঃ সুলতান আলী (৩৯) পিতা মৃত সেরাজুল হক কে ২৫ টি ইয়াবা টেবলেট সহ পুলিশ হাতে নাতে গ্রেফতার করে জেল হাযতে প্রেরন করে।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়। মামলা নং ২৪/তারিখ ২৫/১১/২০২৩ ধারা ৩৬ (১) (১০) ক মাদক দ্রব্য আইন ২০১৮।