নারায়নগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটি আসনে পুরনোরাই রয়েছেন এবং একটি আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে, তবে তিনি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন।
আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জের ৪টি আসনসহ দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পুরোনো তিন সংসদ সদস্য হলেন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ থেকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ থেকে নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। নারায়ণগঞ্জ সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এবার নারায়নগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ৩৪ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁও)। আর সবচেয়ে কম ২ জন প্রার্থী ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। এছাড়া নারায়ণগঞ্জ-১ আসনে ৪ জন এবং নারায়ণগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।