পুলিশের অভিযানে গরু চোর সিন্ডিকেটের আরও এক সদস্য আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে আরও এক চোর সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত চোরকে শনিবার (২৫ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
আটককৃত হলেন- আসামি শেখ এনামুল (২৬), পিতা শেখ ওয়াজেদ আলী ,গ্ৰাম- মালিডাঙ্গা, থানা- রামপাল, জেলা- বাগেরহাট ।
শুক্রবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পেয়ে, রামপাল থানার মালিডাঙ্গা গ্ৰামের ওয়াজেদ আলীর বাসায় অভিযান চালিয়ে তার ছেলে শেখ এনামুল কে আটক করে পুলিশ।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে শেখ এনামুল কে আটক করা হয় এবং আজ (২৫ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।