সিএমপি খুলশী থানার অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় আটক ১৫ জন।
সিএমপি খুলশী থানার এসআই (নিরস্ত্র) জামাল উদ্দিন সংগীয় ফোর্সসহ ২৫/১১/২০২৩ খ্রি. খুলশী থানাধীন ফয়েজলেকস্থ বিভিন্ন হোটেল অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ চাঁন মিয়া, মোঃ রেজাউল, মোঃ নুর নবী, মোঃ কামাল উদ্দিন, মোঃ শাকিল আহম্মদ, অশরাফ হোসেন, মোঃ কাদের, মোঃ আল আমিন হাওলাদার, মোঃ ওমর ফারুক, আখি বেগম, জুই আক্তার, সুমি আক্তার, লাকী আক্তার, ফারজানা আক্তার, সুমি আক্তারকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি খুলশী থানার অধর্তব্য মামলা নং-২৫২, তারিখ-২৫/১১/২০২৩ খ্রি. রুজু হয়।