রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৩১ ডিসেম্বর সংবিধান বাতিলের ঘোষণা আসতে পারেঃ ফরহাদ মজহার। আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত। হাসিনাকে দেশে আনার মানে হলো আরেকটি তামাশাঃ শফিক রেহমান। হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’র গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা অনিচ্ছাকৃত ভুলঃ ঢাবি প্রশাসন। ১ জানুয়ারি পর্দা উঠছে বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। যৌথ অভিযানে অস্ত্রসহ ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার। ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া,সোমবার থেকে অস্থায়ী পাস। বিপিএলের টিকেট না পেয়ে মিরপুরে দর্শকদের বিক্ষোভ। ৩১ ডিসেম্বর মুজিববাদী ৭২’র সংবিধানের কবর রচিত হবেঃ হাসনাত আব্দুল্লাহ। শাহবাগ মোড়ে আবারও ট্রেইনি চিকিৎসকদের অবরোধ।

কে হচ্ছেন নৌকার মাঝি,সাতকানিয়া-লোহাগাড়ায় আলহামদুলিল্লাহ শব্দের ছড়াছড়ি। 

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
কে হচ্ছেন নৌকার মাঝি,সাতকানিয়া-লোহাগাড়ায় আলহামদুলিল্লাহ শব্দের ছড়াছড়ি। 
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় তপশীল ঘোষণার করা হয়েছে। এরপর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিক্রি শুরু হয়েছে। মনোনয়ন ফরম বিক্রির প্রথমদিন চট্টগ্রাম- ১৫ আসন থেকে ১৫ নেতা-নেত্রী ‘ফরম’ নিয়েছেন বলে জানা গেছে। এ আসনের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এখনো ধোঁয়াশা রয়ে গেছে, কে হচ্ছেন নৌকার মাঝি।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষদিন রাত বারোটা পর্যন্ত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২ বারের নির্বাচিত বর্তমান সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এ মোতালেব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাডভোকেট কামরুন নাহার, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মঈনুল ইসলাম মামুন, জসীম উদ্দিন চৌধুরী, আমান উল্লাহ জাহাঙ্গীর, এরশাদুল হক, সৈয়দ নাছির উদ্দীন, মো. অহীদ সিরাজ চৌধুরী ও হাজী দেলোয়ার হোসেন।
দলের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৫ জন।
সাতকানিয়ার ১৭ ইউনিয়নের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং লোহাগাড়ার ৯টি ইউনিয়ন সহ সর্বমোট ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনে ১৫ মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের মনোনয়ন চাইলেও আলোচনায় থাকা হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, আমিনুল ইসলাম আমিন, এম এ মোতালেব, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, আ ম ম মিনহাজুর রহমান।
কার হাতে নৌকার মনোনয়ন উঠবে এটা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও আমিনুল ইসলাম আমিন, এম এ মোতালেব এবং বর্তমান সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপির সমর্থকরা সোস্যাল মিডিয়ায় নিজেদের নেতার মনোনয়ন পাওয়া শতভাগ নিশ্চিত বলে আলহামদুলিল্লাহ লিখে লিখে কিছুক্ষণ পরপর পোস্ট দিচ্ছেন।
পাশাপাশি একে অন্যকে খোঁচা দিয়ে পোস্ট দিতেও দেখা গেছে। আলহামদুলিল্লাহ এক পক্ষ দিলে আরেক পক্ষে মনোনয়ন আরো নিশ্চিত করে সুবহানাল্লাহও লিখে ফেলছেন অনেকেই ।
তবে সবকিছু ছাপিয়ে দলীয় প্রধান যার হাতেই মনোনয়ন তুলে দিবেন তিনিই হবেন এই আসনের নৌকার কান্ডারি।
কে পাচ্ছেন নৌকা প্রতীক এমন আলোচনা এখন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া  সংসদীয় আসনের প্রতিটি এলাকায় । চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারের আড্ডায়, অফিস-আদালতে সব জায়গায় এখন আলোচনায় কে হচ্ছেন সাতকানিয়া-লোহাগাড়া  নৌকার মাঝি। নেতা- সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা চুলছেড়া বিশ্লেষন।। নেতারা দলের হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌঁড়ঝাপ করছেন। তবে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, যাচাই বাছাই শেষে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। উল্লেখ্য,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102