প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমাণ্য করায় ছাত্রলীগ নেতার প্রতিবাদ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে এক যোগে সকল ভারপ্রাপ্ত সভাপতি /সাধারণ সম্পাদক কে ভারমুক্ত করেছেন। কিন্তু সারাদেশে এই নির্দেশ মানলেও মানা হচ্ছে না কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের নৌকা বিরোধী নেতা মোজাম্মেল হক মোল্লা।
এই নিয়ে কর্শাকড়িয়াইল ইউনিয়ন ছাত্রলীগের মেধাবী ছাত্র নেতা মোকাররম রহমান বাবু ফেসবুকে প্রতিবাদ করেন এবং বলেন এই অনিয়ম আমরা মানিনা,,,,এটা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত।
কিন্তু এই নেতা কখনো ভারপ্রাপ্ত ছিলেন না যদি থাকতো তাহলে অবশ্যই ভারমুক্ত হতো অতএব আমরা এই দালালী কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগে চাই না।
এটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।