শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে থানায় কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ নভেম্বর) নালিতাবাড়ী থানায় আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে অফিসার-ফোর্সের সাথে অংশগ্রহণ করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
প্রীতিভোজ শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় থানা কম্পাউন্ড এবং বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সকলকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হক সহ অত্র থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।