“পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে পাকশি রেলওয়ে জেলার সান্তাহার রেলওয়ে থানার উদ্যোগে র্যালি ও সুধি সমাবেশ অনুষ্টিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১টায় সান্তাহার জংশন ষ্টেশনের, ৩নং প্লাটফর্মে, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাকশি রেলওয়ে জেলার পুলিশ সুপার মোঃ শাহাবউদ্দীন , রাজশাহী রেলওয়ে থানার পরিদর্শক গোপাল কুমারের সঞ্চলোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃ লীগের
সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম রেজা,সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মো: নূর-নবী। এ সময় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আঃ লীগের সদস্য ও সান্তাহার ইউপির সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সধারন সম্পাদক এস, এম, জাহীদুর বারি, সান্তাহার রেলওয়ে স্টেশন মাষ্টার হাবিবুর রহমান হাবিব, প্রমুখ। অনুষ্ঠান শেষে পাকশী রেলওয়ে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি অফিসার, হিসেবে সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার মো: হাবিবুর রহমান হাবিব ও সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো: আবুল বাশার কে আইজিপি ক্রেস্ট ও সনদ প্রদান করেন প্রধান অতিথি।