শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :

শ্রীবরদীতে কমিউনিটি পুলিশিংডে পালিত।

মোঃ শামছুল হক, জেলা প্রতিনিধি শেরপুর।
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
শ্রীবরদীতে কমিউনিটি পুলিশিংডে পালিত।
”পুলিশই জনতা জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শ্রীবরদী থানা চত্বর থেকে বর্ণাঢ্য  র‌্যালী  বের করা হয়। র‌্যালী শেষে পৌরশহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সভাপতিত্বে,অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সালেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বষিয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক ভিপি আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা, প্রমুখ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আমিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বীর মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, জনপ্রতিনিধি,সাংবাদিক, ব্যবসায়ী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন,কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করে। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি করা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বাড়ানো ইত্যাদি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102