শনিবার বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি শোভা যাত্রা বের হয়ে পুলিশ লাইনস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেই দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একয় সাথে শেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিশেবে
রেজাউল করিমকে পুরষ্কৃত করা হয়।
এ সময় বক্তরা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন এবং শ্রেষ্ঠ কমি
আলোচনা সভায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি সালেহীন তানভীর গাজী,পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার,মামুন খান চিশতী,জেলা পুলিশিং কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি গোলাম হক্কানী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,নন্দলাল পার্শী প্রমুখ।