বৃহস্পতিবার ২ নভেম্বর রতভর অভিযানে বগুড়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রা হলো বগুড়ার শিবগঞ্জের ধামাহার দক্ষিন পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাজু আহম্মেদ রবি (৩৫), বগুড়া শহরের সূত্রাপুর মেশিনপট্রির আব্দুল মান্নান ওরফে মাহফুজার রহমানের ছেলে সামিউল শেখ সন্ধি (৩০) ও শহরের মালতি নগর দক্ষিণ পাড়ার মৃত কফিল উদ্দিনের ছেলে ফারুক আহম্মেদ কমরেড (৩৭)। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামিদের রাত ১২টা থেকে প্রায় ভোর ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্ত করা রয়েছে।