রামপালে ইমামদের সাথে ওসি আশরাফুল আলম’র মতবিনিময়।
বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সাথে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম’র আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানার আয়োজনে ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, ইমামগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ওসি আশরাফুল আলম মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব, সামাজিক বিরোধ, মসজিদের মাইকে সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন অপপ্রচার চালানো থেকে বিরত থাকা ও সাইবার ক্রাইম বিষয়ে সকলে সচেতন করেন। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের বন্ধু মনে করুন। থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামপাল থানা পুলিশ রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে কোন ধরনের আইনি সহযোগিতা ও পরামর্শ পেতে থানায় যোগাযোগ করুন এবং যে কোন অপরাধীকে আইনের আওতায় আনতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।