রামপালে গাঁজাসহ এক মাদকসেবী আটক।
বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ মাদকসেবী কারবারি মোঃ ইব্রাহীম মোল্লা(২৩) নামের এক যুবককে আটক করেছে।
মাদকসেবী মোঃ ইব্রাহীম মোল্লা উপজেলার ভেটমারি গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে।
বুধবার ( ০১ নভেম্বর ) সকালে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার শ্রীফলতলা গ্রামের উত্তর পাড়ায় দাউদখালী নদীর পাশে কাঁচা রাস্তায় মাদক নিয়ে অপেক্ষা করছে এক যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ইব্রাহীম মোল্লার দেহ তল্লাশী করে এবং ৫১ (একান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ সকালে শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (০১ নভেম্বর) আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।