অতিরিক্ত আইজিপি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম-বার, পিপিএম মহোদয়ের নির্ধারিত সফর সূচি অনুযায়ী শেরপুর জেলার সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় পিবিআই জামালপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব বছির আহমেদ বাদল সহ জেলা পুলিশ ও পিবিআই এর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।