শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :

মহাসমাবেশ কেন্দ্র করে ১২০০ নেতাকর্মী গ্রেফতারঃ রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

মহাসমাবেশ কেন্দ্র করে ১২০০ নেতাকর্মী গ্রেফতারঃ রিজভী।

২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে বিএনপির ১২০০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাসমাবেশকে কেন্দ্র করে গত তিন দিনে মোট গ্রেফতার করা হয়েছে প্রায় ১২০০ জন নেতাকর্মী। গতকাল থেকে এখন পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে ৩৩০ জনের অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা হয়েছে ১৬টি।

তিনি বলেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট আহত ২০৯০ জনের অধিক। মোট মামলা ৪১৬টি, মোট গ্রেফতার ৩৯১০ জন, মোট আসামি ২৮ হাজার ৩৩০ জন।

রিজভী বলেন, সরকার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের হয়রানি ও আটক করছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীর আটক করা হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের আটক করা হয়েছে।

তিনি বলেন, ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ভুয়া বার্তা ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমার স্বাক্ষর জাল করে আরও অনেক বিভ্রান্তি ছড়ানো হবে। দপ্তরের সঙ্গে যোগাযোগ ছাড়া আপনারা বিভ্রান্ত হবেন না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার দেশের জনগণের টাকায় অস্ত্র কিনে বিএনপির উপর প্রয়োগ করছে। বিএনপির সমাবেশ নিয়ে শাসক গোষ্ঠী আতঙ্ক ছড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102