বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাব দেউলিয়া হয়ে গেছে। আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার রাজনৈতিক শক্তি সরকারের নেই।
পুশিল ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ডে খেলতে আসলে আওয়ামী লীগ ১২ ঘণ্টায় অলআউট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
বুধবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের কাজীর দেউরিতে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার আওতাধীন থানা ও ওয়ার্ড বিএনপি এ সভা করে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের ক্ষণ গণনা শুরু হবে। এই মহাসমাবেশ থেকেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে পট পরিবর্তনের সূচনা হবে।’ এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।