শেখ তন্ময়ের নির্দেশে শিকদার বাড়িতে ১০০জন নেতাকর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু ও খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা আলফাজ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শিকদার বাড়িতে ১০০জন নেতাকর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ির দুর্গা মন্দিরে এবার ৫০১টি প্রতিমা নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করতে পারে, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ৮২টি সিসি ক্যামেরা দ্বারা পুরো মন্দিরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শতাধিক পুলিশ বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপির কর্মকর্তা, এনএসআইয়ের কর্মকর্তা, ডিবি পুলিশের সদস্য এবং সাদা পোশাকে নজরদারী করছেন স্পেশাল ফোর্স। আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় শতাধিক লোকজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
খানপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা আলফাজ হোসেন জানিয়েছেন, শেখ তন্ময় এমপি এর নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন ও কাজী জাহিদ সরোয়ার টিটুর সার্বিক তত্ত্বাবধানে আমরা ছাত্রলীগ ও যুবলীগের ১০০জন নেতাকর্মীদের নিয়ে শিকদার বাড়িতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি।