ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর থানার গুমাই নদী থেকে হারুন শিকদার (৩৯) নামের এক নৌ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে গুমাই নদীর মধ্যনগর পাশ্ববর্তী টুকের বাজার এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।
নিহত হারুন শিকদার পিরোজপুর জেলার ইন্দুরখানি থানার কলারন গ্রামের আবুল শিকদারের ছেলে।
হারুন শিকদার বাল্কহেড ট্রলারের একজন শ্রমিক,সে ট্রলারে রান্নার কাজ করতো। গত সোমবার নেত্রকোনার দুর্গাপুর থেকে তাদের মালবাহী বাল্কহেড ট্রলারে করে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে কোনো এক সময় ধর্মপাশা উপজেলার হলদির হাওরে পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে বুধবার সন্ধ্যায় একটি লাশ গুমাই নদীর মধ্যনগরের টুকের বাজার একালায় ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ রাত সাড়ে নয়টার দিকে হারুন শিকদারের লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, হারুন শিকদারের স্বজনেরা মরদেহ শনাক্ত করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।