জয়পুরহাটে আক্কেলপুরের ইউ,পি সদস্য হত্যা মামলার আসামী গ্রেফতার।
৭ অক্টোবর,জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দোলাপাড়া এলাকায় ইউপি সদস্য আজিম উদ্দীন হত্যা মামলার আসামী আব্দুল মজিদ সরকারকে ৭ বছর পর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। বগুড়া থেকে তাকে আটক করা হয়।
আটক কৃত আব্দুল মজিদ সরকার আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের মফিজ সরকারের ছেলে। নিহত আজিম উদ্দীন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে ২০০০ সালের ৮ জুলাই বিকেলে আজিম উদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা। সেদিন থেকে সে নিখোঁজ ছিল। পরে ১১ জুলাই মাঠের একটি গভীর নলকুপের হাউজের মধ্য বিকৃত ও জখম অবস্থায় তার মৃতদেহ দেখত পায় স্থানিয়রা । পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের মা মাজেদা বেওয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, এ মামলার অন্যতম আসামী আব্দুল মজিদ সরকার ২০১৬ সাল পর্যন্ত জামিনে ছিলেন। এরপর থেকে সে পলাতক ছিল। পরে আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ হলে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।